ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট-২০২৪ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা নারিকেলকুঞ্জে উদ্বোধন করেছিলেন

ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট-২০২৪ এর সমাপ্তি অনুষ্ঠান আগামী ১৪ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশের বরেণ্য সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল স্বামী বিবেকানন্দ ময়দানে সঙ্গীত পরিবেশন করবেন। আজ গীতাঞ্জলি গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। উল্লেখ্য, ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট-২০২৪ গত ৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা নারিকেলকুঞ্জে উদ্বোধন করেছিলেন।

সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, শ্রেয়া ঘোষালের সংগীতানুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য তিন ধরণের পাসের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল থেকে সাধারণ জনগণের জন্য বিনামূল্যে পাসগুলি পর্যটন দপ্তরের মূল কার্যালয় থেকে বিতরণ করা হবে। তাছাড়া ভিভিআইপিদের জন্য নির্দিষ্ট কিছু পাস ছাড়া বাকিগুলি সাধারণ মানুষের জন্য থাকবে। যারা পাস পাবেন তাদের বিকাল ৫টার মধ্যে অনুষ্ঠানস্থলে প্রবেশ করার জন্য পর্যটনমন্ত্রী অনুরোধ করেন। যারাই বৈধ পাস নিয়ে আগে আসবেন তাদেরই বসার স্থান সামনের দিকে হবে। সাংবাদিক সম্মেলনে ট্রাফিকের এসপি মানিকলাল দাস জানান, দুই চাকার যানবাহন রাখার জন্য উত্তর গেইট থেকে টাউনহলের রাস্তাকে ব্যবহার করা হবে। তাছাড়া অন্যান্য যানবাহণ রাখার জন্য বয়েজ বোধজং স্কুল, প্রগতি স্কুলের মাঠ ব্যবহারের জন্য আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, অধিকর্তা প্রশান্ত বাদল নেগি প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *