শিক্ষা ক্ষেত্রে ক্রমশ এগিয়ে যাচ্ছে ত্রিপুরা

প্রযুক্তিগত শিক্ষায় রাজ্যের একটি প্রসিদ্ধ নাম ত্রিপুরা ইন্সটিটিউট অফ টেকনোলজি(টিআইটি)। শিক্ষা ক্ষেত্রে ক্রমশ এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। এরমধ্যে রাজ্যে একটি মহিলা বিশ্ববিদ্যালয় খোলার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। সদিচ্ছা থাকলে এবং ভালো চিন্তাভাবনা থাকলে না হওয়ার কোন কারণ নেই। পাশাপাশি মাদকের বিরুদ্ধে মোকাবিলায় নিজেদেরও সচেতন হতে হবে। মঙ্গলবার নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (টিআইটি) আয়োজিত রক্তদান শিবির ও নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, যেকোন প্রতিষ্ঠানে একটা অডিটোরিয়াম থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অডিটোরিয়াম বিভিন্ন অনুষ্ঠান ও শিক্ষার্থীদের পারফরম্যান্স করার ক্ষেত্রে একটি সহায়ক মঞ্চ হিসেবে কাজ করে। প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে অডিটোরিয়াম গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। ছাত্র ও শিক্ষকের মধ্যেকার সম্পর্ক খুবই গভীর। আমি নিজেও মেডিকেল কলেজের শিক্ষক হওয়ার সুবাদে এই সম্পর্কের গুরুত্ব অনুধাবন করতে পারি। একটা প্রতিষ্ঠানে গুরু ও শিষ্যের মধ্যে যে পরম্পরা সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানের ফ্যাকাল্টিরাও খুবই উচ্চশিক্ষিত। তাই ছাত্রছাত্রীদের কাজ হচ্ছে শিক্ষকদের ভেতরে যা জ্ঞান রয়েছে সেটা বের করে নেওয়া।

কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারবার বলছেন আগামীদিন তাদের হাতেই পৃথিবী যাদের কাছে জ্ঞান রয়েছে। দেশের বিভিন্ন বিষয় সম্পর্কে সরাসরি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের মতামতকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেন। দেশকে উন্নয়নের দিশায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা বলেন। তরুণ প্রজন্মকে বিশেষ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করেন প্রধানমন্ত্রী। আর ছাত্র জীবনেই ছাত্রছাত্রীদের নিজেদের ভিত্তি মজবুত করতে হবে। শেখার জন্য এটাই ছাত্রছাত্রীদের প্রকৃত সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *