নিরাপত্তাজনিত কারণে আগরতলায় বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বাংলাদেশ হাইকমিশনার তরফ থেকে এক বিবৃতি জারি করে আগরতলা বাংলাদেশ সহকারি হাই কমিশনের মূল ফটকের নোটিশ বোর্ডে লাগিয়ে দেওয়া হয়েছে। হাই কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশ সহকারি হাই কমিশনের অফিসে সকল প্রকার ভিসা ও কন্স্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশ আসার পর আগরতলা সরকারি হাইকমিশনে নিরাপত্তা জোর করা হয়েছে। আধা সামরিক বাহিনী পুলিশ এবং টিএসআর দিয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিস নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এদিকে সোমবারে আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনে আক্রমণের ঘটনায় অভিযোগে
পুলিশ সাতজনকে আটক করেছে। সোমবার রাতে তিনজন ত্রিপুরা পুলিশের এসআই কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরন কুমারকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাংলাদেশ সহকারি হাইকমিশনের ঘটনায় পুলিশ সাতজনকে আটক করে মঙ্গলবার আদালতে পেশ করলে আদালত থেকে তারা জামিনে মুক্তি পেয়ে যায় বলে জানা গেছে।