ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে ড্র প্রতিযোগিতার আয়োজন

ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে রবিবার আগরতলার কুঞ্জবন, ত্রিপুরা মানবাধিকার কমিশনের কার্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে  ড্র প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । অনেক বিশিষ্টজনের উপস্থিতিতে ত্রিপুরা মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারপারসন বিচারপতি স্বপন চন্দ্র দাস চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ত্রিপুরা মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারপার্সন বিচারপতি এস সি দাস বলেন, ছবি আঁকার প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। ৮ থেকে ১২ বছর বয়সী ৮৯ জন প্রতিযোগী গ্রুপ-এ এবং১২ থেকে ১৬ বছর বয়সী ৪১ জন প্রতিযোগী গ্রুপ-বি তে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল বিনামূল্যে প্রাথমিক শিক্ষার অধিকার, প্রতিটি মানুষের জীবনের মর্যাদার অধিকার, নারীর প্রতি পারিবারিক সহিংসতা, নিরীহ মানুষের অধিকার লঙ্ঘনকারী সন্ত্রাস এবং সাধারণ মানুষের অধিকার লঙ্ঘনকারী বায়ু ও পানি দূষণ।

প্রতিযোগিতার বিজয়ীদের 10 ডিসেম্বর, 2024 তারিখে আগরতলার রবীন্দ্র সাতবর্ষশিকী ভবনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনে পুরস্কৃত করা হবেআজকের অনুষ্ঠানে ত্রিপুরা মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারপার্সন বিচারপতি এস সি দাস ছাড়াও উপস্থিত ছিলেন রতন বিশ্বাস, আইএএস, ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিব উদিত চৌধুরী, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, ত্রিপুরা মানবাধিকার কমিশনের (টিএইচআরসি) সদস্য লালহিম। মোলসম ডেপুটি পুলিশ সুপার, ত্রিপুরা মানবাধিকার কমিশন (টিএইচআরসি), কর্মকর্তা এবং অনেকে অনুষ্ঠানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *