বীর শহীদ সেনা জওয়ানকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা অর্পণ মুখ্যমন্ত্রীর

জম্মু কাশ্মীরের সিয়াচেনে বরফ চাপায় শহীদ বীর সন্তান ভারতীয় সেনার জওয়ান শুভঙ্কর ভৌমিককে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বুধবার বিকেলে আগরতলার এমবিবি এয়ারপোর্টে ভারতমাতার বীর সন্তানকে অন্তিম শ্রদ্ধা অর্পণ করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি শহীদ পরিবারের প্রতি আন্তরিক শোক ও সমবেদনা জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন তিনি। শহীদ পরিবারের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা।
এদিন বিকেলে শহীদ সেনা জওয়ান শুভঙ্কর ভৌমিকের তেরঙ্গায় মোড়া কফিন বন্দি নিথর দেহ বিমান যোগে এমবিবি বিমানবন্দরে অবতরণ করে। এরআগে বিমানবন্দর চত্বরে শহীদ সেনা জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে যাবতীয় প্রস্তুতি সেরে রাখে ভারতীয় সেনা। যথারীতি তেরঙ্গায় জড়ানো কফিন বন্দি দেহ এসে পৌঁছতেই পূর্ণ মর্যাদায় শহীদ শুভঙ্কর ভৌমিককে বিমানবন্দর চত্বরে আনা হয়। আর সেখানেই ভারতীয় সেনা জওয়ানদের পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়া হয়। আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ও মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সহ রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ। তারপর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সহ একে একে সবাই বীর শহীদ সেনা জওয়ানকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন।
সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, “আমাদের রাজ্যের বীর সন্তান শুভঙ্কর ভৌমিক সোমবার রাতে সিয়াচেনে একটি ভয়াবহ তুষারধসের পর চূড়ান্ত আত্মত্যাগ করেছেন। দুর্ভাগ্যবশত, ঘটনাটি রাতে ঘটেছিল। যে কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান অসম্ভব হয়ে পড়ে। পরের দিন সকালে তাকে পাওয়া যায়। যদিও ততক্ষণে শহীদ হয়েছেন তিনি। এই ঘটনা গভীর বেদনাদায়ক। তিনি এক শিশুকন্যা ও স্ত্রী সহ আত্মীয় পরিজন রেখে গেছেন। বীর শহীদ শুভঙ্কর ভৌমিক দেশকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বলিদান দিয়েছেন। রাজ্য সরকার তার শোকসন্তপ্ত পরিবারকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। উপরন্তু, আমি নিজেও তাদের ব্যক্তিগত সহায়তার হাত বাড়িয়ে দেব। উল্লেখ্য, শহীদ শুভঙ্কর ভৌমিকের বাড়ি অমরপুর মহকুমা সদর এলাকায়। তার প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *