দেব বর্মা পরিবারে শোকের ছায়া। ত্রিপুরার বনেদি পরিবারের সন্তান তিনি। ১৯৭৮ সালে বিয়ে করেছিলেন অভিনেত্রী মুনমুন সেনকে। ৪৬ বছরের সংসার। অবশেষে থামল তাঁদের একসঙ্গে পথচলা। চির ঘুমের দেশে মহানায়িকা সুচিত্রা সেনের জামাই ভরত দেব বর্মা। মঙ্গলবার, ১৯ নভেম্বর সকালে মিলল মন খারাপের খবর। প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা। পিতৃহারা অভিনেত্রী রিয়া সেন ও রাইমা সেন। এদিন সকালে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে। অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। তবে শেষ রক্ষা হল না। যাওয়ার আগেই সব শেষ।