বড় সুখবর আদানি গ্রুপের তরফে

দিন প্রতিদিন বেড়ে চলেছে দূষণ। এবার দেশে এই দূষণ কমাতে ভারতে সবচেয়ে বড় কর্মসূচি শুরু করেছে ধনকুবের গৌতম আদানির আদানি গ্রুপ। আদানি গ্রুপ নেট জিরো পলিউশনের টার্গেট হাসিল করার জন্য আহমেদাবাদের কিছু অংশে বাড়িতে সরবরাহ করা পাইপযুক্ত ন্যাচরাল গ্যাসে সবুজ হাইড্রোজেন মেশানোর কাজ শুরু করেছে।

সংস্থাটি বলেছে যে ফ্রান্সের পাওয়ার সেক্টরের অন্যতম বৃহৎ কোম্পানি টোটালএনার্জিসের সাথে শহরের গ্যাস ডিস্ট্রিবিউশন ইউনিট আদানি টোটাল গ্যাস লিমিটেড আহমেদাবাদের শান্তিগ্রামে পাইপযুক্ত ন্যাচরাল গ্যাস সরবরাহে ২.২-২.৩ শতাংশ গ্রিন হাইড্রোজেন মিশ্রিত করেছে।

স্বচ্ছ মাধ্যম থেকে উৎপাদিত হাইড্রোজেনকে ন্যাচরাল গ্যাস পাইপলাইনে প্রবেশ করানো হচ্ছে। এই প্রোজেক্টটি ৪,০০০ ঘরোয়া এবং বাণিজ্যিক গ্রাহকদের নিরবচ্ছিন্ন হাইড্রোজেন-মিশ্রিত ন্যাচরাল গ্যাস সরবরাহ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *