দালালদের থেকে উদ্ধার ১.১৯ লক্ষ টাকারও অধিক মূল্যের ৫৫টি রেলওয়ে টিকিট

 দালালদের উপদ্রব নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি এই জোনের মধ্যে তল্লাশি অভিযান চালিয়ে আরপিএফ ০৭ জন দালালকে আটক করে এবং তাদের কাছ থেকে ১.১৯ লক্ষ টাকারও অধিক মূল্যের ৫৫টি রেলওয়ে টিকিট উদ্ধার করে। একটি ঘটনায় কাটিহারের সিআইবি ও বারসোইয়ের আরপিএফ টিম যৌথভাবে বারসোইয়ে তল্লাশি অভিযান চালায়। এই অভিযানের সময় এই যৌথ দলটি প্রায় ৫,৭৯০ টাকা মূল্যের দুটো অব্যবহৃত রেলওয়ে টিকিট উদ্ধার করে এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজন দালালকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *