রোবটকে গাইড হিসেবে পাবেন, কলকাতার ইকো পার্কে

জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে পুনরায় ব্যবহারযোগ্য শক্তি যে বড় জায়গা রাখে, তা বোঝাতেই এবার ইকো পার্কের চালু হল সোলার ডোম। মাস পেরোলেই বড়দিন। শীতের আগেই এবার নতুন ঘুরতে যাওয়ার জায়গা কলকাতায়। পুনরায় ব্যবহারযোগ্য শক্তির উপর ভিত্তি করেই ইকো পার্কের এই সোলার ডোম মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। প্রবেশ মূল্য ২০০ টাকা। এখানে আপনি রোবটকেও গাইড হিসেবে নিতে পারেন। যদিও তার জন্য খরচ করতে হবে আরও ১০০ টাকা। জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে যে পুনরায় ব্যবহারযোগ্য শক্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তার উপরেই বিভিন্ন মডেল ডিসপ্লে খেলা রয়েছে এখানে।

তবে খালি পেটে বিজ্ঞান বোঝা সম্ভব নয়। সেকথাটি মাথায় রেখেই , এখানে একদম উপরে রয়েছে একটি ক্যাফেটেরিয়াও। এদিন এটির উদ্বোধন করেন পুরোনগরের উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পুজোর মরশুমের পর থেকেই শীত পড়ুক আর না পড়ুক, বাঙালির মন এদিক ওদিক বেড়াতে যেতে চায়। আবার কেউ কেউ দলবেঁধে চড়ুইভাতি করতে বেরিয়ে পড়েন নানা চেনা অচেনা জায়গায়। শহরের মধ্যে কেউ যদি গোটা দিন একটু অন্যভাবে পরিবারের শিশুদের সঙ্গে কাটাতে চান। তবে এই মিউজিয়াম হতে পারে অত্যন্ত আকর্ষণীয় জায়গা।প্রসঙ্গত, ইকোপার্ক ভারতের বৃহত্তম উদ্যান। এর মোট আয়তন ৪৮০ একর। এর ভিতরে রয়েছে একটি দ্বীপও। এই উদ্যানের মূলত তিনটি ভাগ রয়েছে। ২০১২ সালে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যানটির উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *