সপ্তাহের শুরুতেই বদলে গিয়েছে সোনা-রুপোর দাম

সপ্তাহের শুরুতেই বদলে গিয়েছে সোনা-রুপোর দাম। দীপাবলির পরই কিছুটা দাম কমেছে সোনার। সেই ক্ষেত্রে রাজ্যে সোনা কিছুটা সুবিধাজনক দামে কিনেছেন ক্রেতারা। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, শীতের বিয়ের মরসুম পড়লে সোনার দাম আকাশ ছুঁতে পারে। বাজার বিশেষজ্ঞদের ধারণা ,এক লাখ টাকাও ছুঁতে পারে সোনার দাম। বাঙালির পুজো পার্বণ হোক বা বিয়ে, সোনা দেওয়ার রীতি রয়েছে। তাই বিয়ের মরসুমের আগে সোনার দামে রয়েছে সকলের নজর। এক নজরে দেখে নেওয়া যাক আজ বাংলার বাজারে সোনার দাম কত। ২৪ ক্যারেট (Fine Gold 995) সোনার দর ১ গ্রাম ওজনের ,৭৮১৮ টাকা। ২২ ক্যারেট সোনার দর, ১ গ্রাম ওজনের ,৭৪৩০ টাকা্। ১৮ক্যারেট সোনার দর ১ গ্রাম ওজনের ,৬১০০ টাকা। অপরদিকে , রুপোর (৯৯৯)দর ১ কেজি ওজনের , ৯৪,৯৫৬ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *