বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। সেই কারণে বহু প্রকল্পে ‘একলা চলো নীতি’ অনুসরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার।
এবার আগামী ডিসেম্বর মাস থেকে এমনই একটি প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য। রাজ্য আগেই আবাস যোজনার ক্ষেত্রে ‘একলা চলো নীতি’ অনুসরণ করার কথা ঘোষণা করেছিল। পূর্ব ঘোষণা মতো আগামী ডিসেম্বর মাস থেকেই এই যোজনার টাকা দেওয়া শুরু হবে।
রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে নবান্নে একটি বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আবাস যোজনার অনুমোদিত লিস্টের পাশাপাশি ওয়েটিং লিস্টে নাম থাকা পরিবারগুলিকেও সমীক্ষার অধীন আনা হবে। আবাস যোজনার অধীন সমতলের পরিবারগুলির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা এবং প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলির জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করেছে সরকার।