সরকারের তরফে বড় ঘোষণা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ এবং বেতন মেটানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার।

সম্প্রতি সরকারের তরফ থেকে একটি প্রস্তাবনা পেশ করা হয়েছে। যার দ্বারা উপকৃত হবেন বর্তমানে কর্মরত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের। বলা হয়েছে, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ জুন অবধি বকেয়া ডিএ মেটানো হবে। সপ্তম বেতন কমিশনের হারে এই ভাতা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

শীঘ্রই মহারাষ্ট্র সরকারের অধীনে থাকা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্মচারীরা ৫ বছরের বকেয়া মহার্ঘ ভাতা এবং মাইনে পেতে চলেছেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে বর্তমানে চাকরিরত অগুনতি কর্মীর পাশাপাশি প্রায় ১৫০০ জন অবসরপ্রাপ্ত কর্মীর সুরাহা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *