দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে ডিমের দাম যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায়, এই দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের তরফে ২ লক্ষ ৩১ হাজার ডিমের আরেকটি চালান বাংলাদেশে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বিগত সপ্তাহে ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য স্থানে ডিমের দাম প্রতি ডজন ২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। যার ফলে আমদানির ওপর নির্ভর করতে হয়েছে ওই দেশকে। এদিকে, এই মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার পর্যায়ক্রমে ৪.৫ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে।
রিপোর্ট অনুযায়ী আগামী নভেম্বর মাসের মধ্যে ভারত থেকে ৯০ লক্ষ ডিমের অতিরিক্ত চালান বাংলাদেশে পৌঁছবে। বাংলাদেশের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ডিমের ক্ষেত্রে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে করার ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার থেকে এই হার লাগু করা হয়েছে।