বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে দুর্গাপুর সহ তপবন এলাকা

রাতভর বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের বেশ কিছু অঞ্চল। পুরসভার বেশকিছু ওয়ার্ড এর গলির ভেতরে প্রবল জলশ্রোত। জলে ডুবে রয়েছে চার চাকা গাড়ি l রাত থেকেই থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি l দুর্গাপুর এনআইটি সংলগ্ন রাস্তায় প্রচুর জল জমে গেছে, যানবাহন যাতায়াত করতে পারছে না । দুর্গাপুর ৫৪ ফুট তপবন এলাকা সম্পূর্ণ জলমগ্ন। গাড়ি সকাল আটটা পর্যন্ত এক বুক জলের তলায় । স্থানীয় মানুষেরা এক বুক জলে হেঁটে পার হচ্ছে এ পার থেকে ওপার । অকল্পনীয় দৃশ্য। বহু মানুষের বাড়িতে জল ঢুকে গিয়ে খাবারদাবার ও জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে l বেলা বাড়লেও বৃষ্টি থামার নাম নেই। ২৪ নম্বর ওয়ার্ডের নিবেদিতা পার্ক জলের তলায়। ২৬ নম্বর ওয়ার্ড স্টিল পার্ক এলাকা জলমগ্ন। শহরাঞ্চলে এমন বৃষ্টির জলের তোর আগে দেখেনি বাসিন্দারা। সাড়ে আটটার পরও ঘর থেকে বের হতে পারেন নি কাজে। শিল্পাঞ্চলের মানুষ উদ্বিগ্ন হয়ে চেয়ে রয়েছেন কখন বৃষ্টি থামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *