বারো ঘন্টা অনশনের ডাক ডাক্তারদের

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার প্রেক্ষিতে দশ দফা দাবি আদায়ে আমরণ অনশন শুরু করেছিলেন ৬ জন জুনিয়র ডাক্তার। পরবর্তীতে যোগ দেন অনিকেত মাহাতো।

এরপর পশ্চিমবঙ্গ জুড়ে ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সম্প্রতি চিকিৎসকদের উক্ত সংগঠনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে রাজ্যজুড়ে সবাইকে নিজ নিজ কর্মস্থলে ১২ ঘণ্টার প্রতীকী অনশন করার অনুরোধ করা হয়েছে। সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যোগদান করার আর্জি জানিয়েছেন তারা।

এদিকে আবার আজই ডাক্তারদের সকল সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন তথা আইএমএ সহ চিকিৎসকদের সকল সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *