দুর্নীতির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় একাধিকবার শিরোনামে উঠে এসেছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।

দায়ের হয়েছিল এফআইআর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল। অভিযোগ করেছেন জোড়াফুল শিবিরের বেশ কয়েকজন কর্মী! ফেরিঘাটের লিজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগ তোলা হয়েছে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে।

হুমায়ুনের বিরুদ্ধে যারা প্রতারণার অভিযোগ এনেছেন তাঁরা প্রত্যেকেই ভরতপুরে থাকেন। । যদিও তৃণমূল বিধায়ক যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, দলের একাংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এর জবাব আইনি পথেই দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *