বাংলার রন্ধনশৈলীকে সম্মান জানাতে আকাসা এয়ারের স্পেশাল মিল 

আকাসা এয়ারের অনবোর্ড খাবার পরিষেবা (অনবোর্ড মিল সার্ভিস) ক্যাফে আকাসা উৎসবের মরশুম উদযাপনের জন্য তৃতীয় দশেরা স্পেশাল মিল হিসেবে নিয়ে এসেছে হিং-এর ডাল কচুরি, কাজু ফুলকপি ও বেকড রসগোল্লা।

পুরো অক্টোবর মাস জুড়ে উপলভ্য এইসব খাবার আনা হয়েছে বাংলার রন্ধন শৈলীর ঐতিহ্যকে সম্মান জানাতে। এগুলি আকাসা এয়ারের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে প্রি-বুকিং করা যাবে। আকাসা এয়ারলাইন বিভিন্ন উৎসব উদযাপনের জন্য আঞ্চলিকভাবে অনুপ্রাণিত খাবার সরবরাহ করে থাকে। এই এয়ারলাইন সবসময় নতুন ধরণের মেনু, ইন্ডাস্ট্রি-ফার্স্ট অফারিংস এবং গ্রাহক পরিষেবার দিকে মনোনিবেশ করে যাত্রীদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

২০২২ সালের আগস্টে চালু হওয়ার পর থেকে আকাসা এয়ার ২৭টি শহরের সঙ্গে সংযোগ স্থাপন করে ১২ মিলিয়নেরও বেশি যাত্রীকে পরিষেবা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *