বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়!
আপাতত পার্থ চট্টোপাধ্যায় এবং অয়ন শীলকে জেল হেফাজতে পাঠাল বিশেষ সিবিআই আদালত। উল্লেখ্য, সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে এই দুজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে।
বিচারকের নির্দেশ জেলেই থাকবেন পার্থ ও অয়ন। ওদিকে পার্থকে জেলে গিয়ে জেরার আবেদন জানিয়েছে সিবিআই। ৭ আগামী অক্টোবর মামলার পরবর্তী শুনানি রয়েছেন। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। সেই জামিনের মামলায় বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের মন্তব্য, ‘মামলার নিষ্পত্তি হচ্ছে না। পুজোর আগে জামিন কার্যত অসম্ভব।’