ভাল্লুকের কামড়ে আহত যুবক

জঙ্গলে বাঁশ করুল কুড়াতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতরভাবে আহত এক উপজাতি যুবক।আহত যুবক আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন। আহত যুবকের নাম প্রামিত কুমার রিয়াং (৩৫,) বাড়ি উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমাধীন দশদা এলাকায়। ঘটনার বিবরণে আহত যুবকের পরিবারের লোকেরা জানান,রবিবার বিকেলে বাঁশ করুল কুড়াতে দশদা হেলানপুর জঙ্গলে যায় প্রামিত কুমার রিয়াং।

সেখানে আচমকা একটি ভাল্লুক এসে ঐ যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে। তাতে ভাল্লুকের কামড়ে যুবকের মুখের অধিকাংশ জায়গা ক্ষতবিক্ষত হয়ে যায়। আক্রান্ত যুবকের আর্তনাদ শুনতে পেরে সাথে থাকা অন্যরা দৌড়ে গিয়ে কোনমতে ভাল্লুকের হাত থেকে তাকে প্রানে বাঁচান। তারপর গুরুতরভাবে আহত যুবককে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবকে আশংকাজনক অবস্থা দেখে এদিন রাতে দ্রুত ধর্মনগরস্হীত জেলা‌ হাসপাতালে রেফার করেন।

তাকে জেলা‌ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত গতিতে চিকিৎসা শুরু করেন। চিকিৎসক সূত্রে জানা গেছে,ভাল্লুকের কামড়ে আহত যুবকের মুখমন্ডলের অধিকাংশ মাংস নেই। তাছাড়া ভাল্লুকের কামড়ে সম্পুর্ন মুখ ছিন্নভিন্ন হয়ে গেছে।এদিকে আহত যুবকের শারিরীক অবস্থা অবনতি হচ্ছে দেখে জেলা হাসপাতালের চিকিৎসক তড়িঘড়ি এদিন রাত সোয়া বারোটা নাগাদ আহত যুবককে আগরতলা জিবিতে রেফার করেন।গোটা ঘটনায় দশদা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *