বন্ধন ব্যাঙ্ক জানিয়েছে যে তারা ১ বছরের মেয়াদের স্থায়ী আমানতে (এফডি) সর্বাধিক ৮.৫৫% পর্যন্ত সুদ দিচ্ছে, যা দেশের ব্যাঙ্কিং ক্ষেত্রে অন্যতম সেরা। সিনিয়র সিটিজেন গ্রাহকরা এই মেয়াদে সর্বোচ্চ ৮.৫৫% সুদ উপভোগ করতে পারবেন, যেখানে অন্যান্য গ্রাহকরা পাবেন ৮.০৫%।
বন্ধন ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের জন্য ৫ বছরের কম মেয়াদের দীর্ঘমেয়াদী স্থায়ী আমানতে ৭.৭৫% আকর্ষণীয় সুদ দিচ্ছে, যেখানে অন্যান্য গ্রাহকরা একই মেয়াদের জন্য পাবেন ৭.২৫%। এই হারগুলো ব্যাঙ্কিং ক্ষেত্রে অন্যতম সেরা। এছাড়া, ১০ লক্ষ টাকার বেশি সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্সে ব্যাঙ্ক ৭% সুদ প্রদান করছে।
বন্ধন ব্যাঙ্কের গ্রাহকগণ রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা এমবন্ধন (mBandhan) মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের বাড়ি বা অফিস থেকে এফডি বুকিং বা বিনিয়োগের সুবিধা উপভোগ করতে পারবেন। এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে, গ্রাহকরা ঝামেলামুক্তভাবে কয়েক মিনিটের মধ্যেই এফডি বুক করতে পারবেন।