‘রাজ্য সরকারকে না জানিয়ে ডিভিসি জল ছেড়ে দেওয়ায় দক্ষিণ দামোদর এলাকায় বন্যা পরিস্থিতি তৈরী হয়’ দাবি রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের। বুধবার বাঁকুড়া সার্কিট হাউসে জেলাশাসক, জেলা প্রশাসনের আধিকারিক, নির্বাচিত জনপ্রতিনিধি সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই ওই মন্তব্য করার পাশাপাশি জানান, এই জেলার মেজিয়া, শালতোড়া, বড়জোড়া, ইন্দাস, পাত্রসায়র, সোনামুখী ব্লক এলাকা এবার ডিভিসি-র ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধিরা পুরো বিষয়টির উপর যেমন নজর রাখছেন তেমনি বিপর্যয় মোকাবিলা দপ্তরও তৈরী রয়েছে বলে তিনি জানান।
মন্ত্রী মলয় ঘটক এদিন আরও জানান, এখনো পর্যন্ত বাঁকুড়া জেলায় বন্যা দূর্গতদের জন্য ২০৯ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এর পাশাপাশি ১২ হাজার ৭০৯ জনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। তবে এবার জল ছাড়ার বিষয়ে ডিভিসি-র তরফে রাজ্য সরকারকে লিখিতভাবে জানানো হয়নি বলেই তিনি ফের দাবি করেন।