রাত্রি পোহালেই পরের দিন বিশ্বকর্মা পুজো। তার আগে চরম ব্যস্ততা, গঙ্গারামপুর সহ দক্ষিণ দিনাজপুর জেলর প্রতিটি শহরের কুমারটুলি গুলোতে। নাওয়া খাওয়া ভুলে বিশ্বকর্মা প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। এদিন সেই ব্যস্তটাই ধরা পরল আমাদের ক্যামেরায়। তবে হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ায় চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে। প্রতিমা শুকোচ্ছে না তাড়াতাড়ি। তবে এ বছর প্রতিমার বায়না বেশি হওয়ায় খুশি প্রতিমা শিল্পীরা। দিন দিন বাস খড় সুতো প্রতিমার শ্বসজ্জার দাম বেড়ে যাওয়ায় চিন্তিত প্রতিমা শিল্পীরা। প্রতিমা শিল্পীরা দাবি করেন আগামী দিনে কিছু সরকারি সাহায্য পেলে তারা আরো ভালো করে কাজ করতে পারবে বলে তারা আশাবাদী।