চব্বিশ প্যাকেটে একশো দশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হল আগরতলার চুরাইবাড়িতে

বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে নয়টা নাগাদ আগরতলা থেকে গৌহাটি অভিমুখী AS17C/6042 নম্বরের একটি বারো চাকার লরি চুরাইবাড়ি থানার সামনে আসলে নাকা পয়েন্টে থাকা কর্তব্যরত পুলিশ লরিটিকে সিগন্যাল দিয়ে দাঁড় করায়। কিন্তু পুলিশি সিগন্যাল দেখে চালক লরি ফেলে পালিয়ে যায়।পরে লরিটিতে তল্লাশি চালিয়ে লরির কেভিনের উপরের গোপন কক্ষে গাঁজার সন্ধান পায় পুলিশ।

একান্ডে থানার সামনে ঘুরাঘুরি করতে থাকা এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করে পুলিশ। তার নাম নুর ইসলাম (৪০, পিতা পাখি মিয়া)। বাড়ি পানিসারের রৌয়া এলাকায়। এদিকে শুক্রবার সকাল এগারোটা নাগাদ পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও ধর্মনগর মহকুমার ডিসিএম ঘটনাস্থলে আসলে রাতে আটক করা লরি থেকে গাঁজা নামানো হয়। ছোট বড় মোট চব্বিশ প্যাকেটে একশো দশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।

যার কালোবাজারি মূল্য ত্রিশ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি আরো জানান,একান্ডে চুরাইবাড়ি থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে শনিবার সকালে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। তাছাড়া এই গাঁজা গুলি আগরতলা থেকে বহিঃ রাজ্যে নিয়ে যাচ্ছিল। সাথে পলাতক চালকের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *