তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে একাধিক

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ক্রমশ ঘনাচ্ছে রহস্য। বর্তমানে তদন্ত করছে সিবিআই। এরই মাঝে ৩ তরুণের ভূমিকা নিয়ে বাড়ছে সন্দেহ। তিলোত্তমা ধর্ষণ-খুনের ঘটনায় এবার সামনে এল তিন মূর্তির নাম।

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়ের অস্বাভাবিক মৃত্যুর পর তিলোত্তমার পরিবার যখন টালা থানায় এফআইআর করতে যায় তখন তাদের পিছু নিয়ে থানায় পৌঁছায় তিন তরুণ। কারা তারা? তিলোত্তমার বিশেষ বন্ধু বলেন, থানায় এফআইআর কপি দেখতে চান তিন আগন্তুক।

বলেন, ‘তিনজন ছেলে এসেছিল যারা এসে বলে আমার আর জি কর হাসপাতাল থেকে এসেছি। এফআইআর টা একবার দেখতে চাই। তখন আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। আমার বন্ধুরা তখন তাদের আটকায়।” যতক্ষণ না তিলোত্তমার পরিবার থানা থেকে বেরোয় ততক্ষণ সেখানেই ছিলেন ওই তিন যুবক। এখানেই দানা বাঁধছে রহস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *