সরকারি চাকরির দাবিতে আন্দোলনে নামল জলপাইগুড়ি জেলা ল্যাণ্ডলুজার কমিটি

সরকারি চাকরির দাবিতে আন্দোলনে নামল জলপাইগুড়ি জেলা ল্যাণ্ডলুজার কমিটি। শুক্রবার শহরে মিছিল করে জেলাশাসক দফতরে হাজির হলেন ল্যাণ্ডলুজার কমিটির জমিহারা সদস্যরা। এ দিন নতুন করে ল্যান্ডলুজার কমিটি গঠন করা হয়েছে। কেউ কুড়ি বছর কেউবা পঁচিশ বছর আগে সরকারি কাজে জমি দিয়েছিলেন। অনেকে চাকরি পেলেও এখনও প্রায় চার শতাধিক জমিহারা চাকরি পায়নি বলে অভিযোগ।

জমি দিলেও চাকরি না পাওয়ার সমস্যা মধ্যে রয়েছেন জমিহারারা। এ দিন মোট পাঁচ দফা দাবি তুলে জেলাশাসক দফতরে স্মারকলিপি তুলে দিলেন আন্দোলনকারী জমিহারারা। জেলার সমস্ত ভুমিহারাদের সরকারি চাকরিতে নিগোগ করতে হবে। জেলার যে কোনও সরকারি দফতরে কর্মী নিয়োগে ক্ষেত্রে ইসি দের প্রথমে অগ্রাধিকার দিতে হবে। বীরভূম জেলার মত জলপাইগুড়িতেও জমিহারাদের চাকরি দেওয়ার দাবি তোলা হয়।

সেচ দফতরে শুন্যপদে জমিহারাদের নিয়োগ করতে হবে। যেসকল জমিহারাদের বয়স ৪৫ বছর হয়ে গিয়েছে তাঁদের পরিবারের ছেলে কিংবা মেয়েকে চাকরি দেওয়ার দাবি জানানো হয়। ল্যাণ্ডলুজার কমিটির জেলা সম্পাদক সুশান্ত দাস বলেন, “আমাদের সদস্য রয়েছে প্রায় চার শতাধিক। নতুন কমিটিতে প্রায় ১৫০ জন রয়েছে আরও সকলে যুক্ত হচ্ছেন। আমাদের দাবি মানা না হলে আগামীতে অবস্থান বিক্ষোভ, রিলে অনশন এমনকি আমরণ অনশনে বসব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *