রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি। রেশন দুর্নীতি মামলায় কলকাতা-সহ ৭ জায়গায় তল্লাশি ইডির। কলকাতা, বারাসাত, মেদিনীপুর, কল্যাণী, জয়নগর, পশ্চিম মেদিনীপুর সহ সাত জায়গায় তল্লাশি। কল্যাণীতে এক ফুড ইনস্পেক্টরের বাড়িতে তল্লাশি। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুরে স্বদেশ কান্তি বেরার বাড়িতে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি- র দল।
ইডি’র ৭-৮ জন অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ এই দলে ১৫ জন আছে বলে স্থানীয়রা দাবি করেছেন। জানা যায়, রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে এই অভিযান। দুটি গাড়িতে করে ED-র তদন্তকারী দল এসে পৌঁছয় বেলদাতে। এখনও পর্যন্ত ইডি’র আধিকারিকেরা ওই বাড়ির ভেতরেই রয়েছেন। তাঁরা কথা বলছেন বাড়ির সদস্যদের সঙ্গে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্দ্ধনের রিপোর্ট