ট্রেন চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এক দল বুনো হাতি। আলিপুরদুয়ার জেলার হাসিমারা ও মাদারিহাটের মাঝে রেললাইনে একদল বুনো হাতি দেখতে পেয়ে ডাউন ধুবড়ী শিলিগুড়ি ইণ্টারসিটি এক্সপ্রেসের লোকোপাইলট ব্রেক কষে ট্রেন দাড় কড়িয়ে দেয়। রেল লাইনে ছোটো বড় মিলিয়ে প্রায় পাঁচটি হাতি ছিল। কিছুক্ষণ ট্রেন দাড়িয়ে ছিল। পরবর্তীতে হাতির দল জঙ্গলে প্রবেশ করলে ট্রেন পূনরায় চলতে শুরু করে।