বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হল জলপাইগুড়িতে

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হল জলপাইগুড়িতে। ভারতরত্ন ও বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের উত্তরবঙ্গের প্রথম মূর্তি রয়েছে জলপাইগুড়ি‌র সানুপাড়া এলাকায়। সেই মূর্তি‌তে মাল‍্যদান করে বৃহস্পতিবার শিক্ষক দিবস উদযাপন করলেন জলপাইগুড়ি‌র বিশিষ্টজনেরা।

২০১৮ সালে সানুপাড়ায় স্থাপিত হয়েছিল ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতির এই আবক্ষ মূর্তি‌। শিক্ষক দিবস পালন উপলক্ষে সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্যদান করেন সাহিত্যিক উমেশ শর্মা, কবি পার্থ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট‌জনেরা। শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন তারা। বক্তব্য রাখেন উপস্থিত শিক্ষক শিক্ষিকারাও। অনুষ্ঠানটি পরিচালনা করে শিক্ষক দিবস উদযাপন কমিটির সম্পাদক গণেশ ঘোষ। অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্টজনদের সম্মান জানানো হয়। এছাড়া সানুপাড়া, কোরানীপাড়া, দেউনিয়াপাড়া এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সম্মান জানিয়ে উৎসাহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *