যাতায়াতে নৌকায় এখন ভরসা ভুতনি থানা পুলিশের

যাতায়াতে নৌকায় এখন ভরসা ভুতনি থানা পুলিশের। কাজে আসছে না আর গাড়ি। নৌকাতে চেপেই এলাকায় টু হলদারি চালিয়ে আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করছেন পুলিশ কর্মীরা। কখনো আবার পুলিশ কর্মীরা এক বুক জল ভেঙে নিত্য প্রয়োজনীয় কাজ করছেন। এমনই ছবি ধরা পরল আমাদের ক্যামেরায় মালদার ভুতনি থানার। কারণ বন্যা পরিস্থিতির কারণে বর্তমানে গোটা ভুতনি এলাকা জলমগ্ন সেই থানা চত্বরেও জল রয়েছে। তাই গাড়ির পরিবর্তে নৌকায় ভরসা পুলিশ কর্মীদের।

ভুতনিতে বাঁধ ভেঙে তৈরি হয় বন্যা, এই পরিস্থিতিতে তিন সপ্তাহের বেশি ধরে এই প্রায় দুই লক্ষ বাসিন্দা জলবন্দী। ভুতনি বাসিন্দাদের পাশাপাশি জনবন্দী হয়ে রয়েছে ভুতনি থানার পুলিশ কর্মী আধিকারিকরাও। ভুতনি থানা থেকে শুরু করে একতলা ঘর জলবন্দি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং বাসিন্দাদের সাহায্য করতে থানাতেই রয়েছেন পুলিশ কর্তারা। খুশবড় টলায় করা হয়েছে একটি ওস্থায়ী শিবির। নজরদারির জন্য বেছে নেওয়া হয়েছে নৌকা। থানার বাইরে গাড়ির বদলে সবসময় দাঁড়িয়ে রয়েছে নৌকা। নৌকার মাধ্যমেই চলছে যাতায়াত। ভূতনি থানার কর্মরত অফিসার জানান যেকোনো প্রস্তুতি হোক না কেন আমরা পরিষেবা দিতে বদ্ধপরিকর। নৌকার মাধ্যমে যাতায়াত করছি জল পেরিয়ে নিত্য প্রয়োজনীয় কাজ করতে অসুবিধা হচ্ছে। তবে জল যেভাবে কমছে তাতে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে আশা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *