ত্রিপুরার আগরতলায় ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার ৯৮তম জন্মবার্ষিকী

অসমের এক নেতৃস্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম মাসডোর উদ্যোগে ড. ভূপেন হাজরিকার ৯৮ তম জন্মবার্ষিকী ত্রিপুরার রাজধানী আগরতলায় পালন করা হবে। এই সম্পর্কে গুয়াহাটি প্রেস ক্লাবে আগামী ৩১ আগস্ট শনিবার উদ্যোক্তারা একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকেন সমর হাজরিকা, ডাবর হাজরিকা, জয়তি ভট্টাচার্য, প্রণিতা তালুকদার, সংস্কৃতা মালাকার এবং ব্যতিক্রম মাসডোর সভাপতি ড. সৌমেন ভারতীয়া। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নল্লু, মুখ্যমন্ত্রী মানিক সাহা, ত্রিপুরা সরকারের চিফ হুইপ কল্যাণী সাহারায়, উপাধ্যক্ষ রাম প্রসাদ পল প্রমুখ। ৭ সেপ্টেম্বর শনিবার আগরতলার টাউন হলে বিকেল ৫ টায় শুরু হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সহযোগিতা করছে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং নিউজ বেঙ্গল ৩৬৫। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নল্লু, মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, ত্রিপুরা সরকারের চিফ হুইপ কল্যাণী সাহারায়, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রমুখ।

ব্যতিক্রম মাসড়ো প্রায় ১১ বছর ধরে ভারত এবং ভারতের বাইরেও ড. ভূপেন হাজরিকার জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে এবং বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংগীত এই মহান শিল্পী সম্পর্কে প্রচার করে আসছে। ৯৮ তম জন্মবার্ষিকীতে অংশগ্রহণ করবেন ড. ভূপেন হাজরিকার ভাই সমর হাজরিকা, ভগ্নিপতি শুভ হাজরিকা, ভাইপো ডাবর হাজরিকা, ড. মৌসুমী হাজরিকা, সংস্কৃতা মালাকার, নৃত্যশিল্পী টানিশা দত্ত, গায়িকা জয়তি ভট্টাচার্য, গায়িকা প্রণিতা তালুকদার, কুয়লী হাজরিকা, নম্রতা নাথ, কাবেরী শৰ্মা বরুয়া, পিংকি দাস, দীপিকা মালাকার, রাজু আলি, ইন্দ্রাক্ষি দত্ত, তরুণ চক্রবর্তী, অরিত্র চক্রবর্তী, জয়দীপ সান্যাল, আমিনুল হক ভূঞা, তানিশা দত্ত, ড. সৌমেন ভারতীয়া সহ প্রায় ৩০ জনের একটি দল।

উল্লেখযোগ্য যে প্রতি বছরের মতো এই বছরও ড. ভূপেন হাজরিকার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘ড. ভূপেন হাজরিকা ব্যতিক্রম আন্তর্জাতিক সম্মান ২০২৪’ পুরস্কার প্রদান করা হবে প্রখ্যাত সংগীত শিল্পী তিথি দেৱবৰ্মনকে। উক্ত অনুষ্ঠান প্রসঙ্গে ড. সৌমেন ভারতীয়া বলেন, ” ড. ভূপেন হাজরিকার নিজেই একটি প্রতিষ্ঠান। তিনি সংগীতের মাধ্যমে সামাজিক বিপ্লব সম্পর্কে অনেক কিছু শিখিয়েছেন। আমরা চাই ভূপেন হাজরিকার কাজ এই ভাবেই বেঁচে থাকুক প্রত্যেক মানুষের অন্তরে। তাই আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটি উদযাপন করে আসছি। আগরতলায় ৯৮ তম জন্মবার্ষিকীতে আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে আগামী ৩১ শে অক্টোবর গুয়াহাটিতে এস ডি বর্মনের মৃত্যুবার্ষিকী পালন করব।”

ড. ভূপেন হাজরিকার ভাতৃ সমর হাজরিকা বলেন যে, “ব্যতিক্রম মাসডো কয়েক বছর ধরে ভারতে ও ভারতের বাইরে বিভিন্ন জায়গায় ভূপেন দাদা-র জন্মবার্ষিকী উদযাপন করে আসছে। ব্যতিক্রমের আমন্ত্রণে আমি একবার বাংলাদেশেও গিয়েছিলাম। এবার তিনি আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় জন্মবার্ষিকী উদযাপন করবেন। ভূপেন দাদা আসলে শান্তি ও সম্প্রীতির প্রতীক। তাঁকে স্মরণ করা মানে দুই রাজ্যের মধ্যে সম্পর্ক মজবুত করা। অনুষ্ঠানের সফলতা কামনা করছি। ব্যতিক্রম মাসডোর এই সুন্দর পদক্ষেপ সত্যিই প্রশংসার যোগ্য।” নিউজ বেঙ্গল ৩৬৫-এর স্বত্ত্বাধিকার জয়দীপ সান্যাল বলেন, “ভূপেন হাজরিকা আসলে একজন অসাধারণ প্রতিভার অধিকারী। বিশেষ করে একজন শিল্পী হিসেবে তাঁকে শুধু অসম বা ভারতেই নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে সম্মান করা উচিত।” তিনি বলেন, “ব্যতিক্রম মাসডো বহু বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *