সুখবর, বাড়তে পারে ডিএ

মাঝে বাকি আর কত মাত্র দিন, তারপরই আসবে বাঙালির প্রতীক্ষিত দূর্গা পূজা। এবার তার আগেই সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! বিগত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। এর মাঝেই সামনে এল বড় আপডেট।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০% হারে ডিএ পাচ্ছেন। রিপোর্ট বলছে, এবার আরও ৪% বাড়াতে পারে সরকার। অর্থাৎ রেকর্ড ব্রেকিং ৫৪% হারে ডিএ পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এখন প্রশ্ন উঠতেই পারে, এর ফলে বাড়তি কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে? সেই হিসেবও তুলে ধরা হল।

যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর বেতন ৪০,০০০ টাকা হয় এবং সরকারের তরফ থেকে যদি আরও ৪% হারে ডিএ বাড়ানো হয়, তাহলে তিনি প্রত্যেক মাসে বাড়তি ১৬০০ টাকা পাবেন। এক বছরের হিসেব করলে দাঁড়াবে ১৯,২০০ টাকা। এবার দ্বিতীয় দফায় কত শতাংশ হারে বাড়ানো হবে সেটা নিয়ে জল্পনা কল্পনা চলছে। আপাতত সেই ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন প্রত্যেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *