আসছে একাধিক চাকরির সুযোগ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্যে সরকারের তরফে। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। যেকোনো জেলার বাসিন্দারা এই পদে আবেদনের যোগ্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট ১৫ টি শূন্য পদে নিয়োগ করা হবে।

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক উত্তীর্ণ সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিগ্রী কোর্সের সার্টিফিকেট থাকলে এই পদে আবেদন জানানো যাবে। নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ১১০০০ টাকা বেতন দেওয়া হবে। ২১ থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তিরা এই পদে আবেদনের যোগ্য।

আবেদনের জন্য প্রার্থীদের ভিজিট করতে হবে purbabardhaman.nic.in এই ওয়েবসাইটে। প্রার্থীর বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে প্রথমে নথিভুক্ত করতে হবে। তারপর নির্দিষ্ট আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহ আবেদন জানাতে হবে। ১০০ নম্বরের MCQ প্রশ্ন আসবে লিখিত পরীক্ষায়। আবেদনের শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ বিকেল ৫ টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *