আন্দোলন রুখতেই কড়া নির্দেশ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় রাজ্যের পড়ুয়াদের জন্য কড়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য শিক্ষা দফতর। বিকাশ ভবন তরফে জারি করে বলা হয়েছে, স্কুলের পঠন পাঠনের সময় কোন পড়ুয়া কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশ নিতে পারবে না।

পাশাপাশি কোনও পড়ুয়াকে শারীরিক বা মানসিক শাস্তি দেওয়া যাবে না। বলা হয়েছে যদি কোনো পড়ুয়া এই নির্দেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর। শিক্ষা দফতরের এই বিজ্ঞপ্তি প্রকাশে আসার পর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

যেখানে আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে পড়ুয়ারা পথে নামছে, তার মধ্যেই এই নির্দেশিকা দিয়ে কী তবে তাদের আন্দোলন দমানোর প্রয়াস চলছে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *