সন্দীপ ঘোষের নির্দেশে মর্গে দালালরা!

আর জি করে লাশ নিয়ে দালালদের গুরুতর অভিযোগ। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশে মর্গে দালালরা! চাঞ্চল্যকর অভিযোগ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্কের। ময়নাতদন্ত থেকে জানা যায় ‘পোস্টমর্টেম থেকে বাড়িতে লাশ ডেলিভারি, সবই চলত প্যাকেজ সিস্টেমে’। “প্রতি বডি কমপক্ষে ১০,০০০ টাকার প্যাকেজ নির্ধারণ করা হয়েছে”। ময়নাতদন্তের পর দেহ সেলাইয়ের জন্য অনেক টাকা দিতে হত। ‘টাকা না দিলে মৃতের আত্মীয়স্বজনদের দেহ সেলাই করে নিতে বলা হত’। লাশ মর্গে রাখতে হাজার হাজার টাকা নেওয়া হত। আরজি কর মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্কের বিস্ফোরক অভিযোগ।

 প্রেসিডেন্সি জেলে হল আরজি কর মামলায় গ্রেফতার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। সঞ্জয়ের ঘনিষ্ঠ আরেকজন সিভিক ভলান্টিয়ার, আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টেস্টের প্রক্রিয়া শুরু। কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে চার জুনিয়র চিকিৎসক সহ মোট ৭ জনের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *