বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতেই এবার রাজ্য সরকারি কর্মীদের জন্যও করা হল বড় ঘোষণা।
২০২৫ সালের শুরুর দিকেই সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা এবং এরিয়ার পেয়ে যাবেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির আশ্বাস দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি জানিয়েছেন, যে সময় তার সরকার ক্ষমতায় আসে, তখন তাদের উপর প্রায় এক লাখ কোটি টাকার বোঝা ছিল।
সেই পরিস্থিতিতেও তিনি সরকারি কর্মীদের কথা মাথায় রেখেছেন। কয়েক দফায় রাজ্য সরকারি কর্মচারীদের সাত শতাংশ ডিএ বৃদ্ধি করেছে তার সরকার। খুব শীঘ্রই কর্মচারীদের এরিয়ার এবং ডিএ দেওয়ার পাশাপাশি চলতি বছর থেকেই ৭৫ বছরের ঊর্ধ্বে পেনশনভোগীদের এরিয়ার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছেন সুখবিন্দর সিং সুখু।