নয়া নির্দেশ, বন্ধ হবে পুরনো টোটো

পশ্চিমবঙ্গের বুকে প্রতি নিয়ত বেড়ে চলেছে যানজট এবং পাশাপাশি দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছেও। প্রায়ই সাধারণ মানুষের মুখে এই অভিযোগ শোনা যায় অটো, টোটোয় ছেয়ে গিয়েছে রাস্তা। এই নিয়ে রাজ্য পরিবহণ দফতর এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে প্রশাসন।

তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তে কার্যত মাথায় হাত টোটো চালকদের। এবার অবৈধ টোটো চলাচল রুখতেই কোমর কষেছে প্রশাসন। কিন্তু, এখন অবস্থা এমন টোটো ছাড়া এখনকার দিনে রাস্তাঘাটে চলাফেরা করাই মুশকিল হয়ে পড়ে। তবে চিন্তা নেই ১৫ আগস্ট থেকে টোটো চলবে না শুধুমাত্র রাজ্যের নিৰ্দিষ্ট জায়গায়।

আসলে বহরমপুর-সহ মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় টোটোর দৌরাত্ম্যে নাজেহাল অনেকেই। তাই এবার এই এলাকায় টোটোর ওপর রাশ টানতেই উদ্যোগী হল পরিবহণ দফতর। তবে প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টোটোর বদলে ই-রিক্সা চালাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *