নয়া ছুটির ঘোষণা মহিলা কর্মীদের জন্য

আরজি কর কাণ্ডে বর্তমানে উত্তাল গোটা ভারত। বাংলার গণ্ডি পেরিয়ে এখন এই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে সমগ্র দেশে। সেই সঙ্গেই ফের একবার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে নারী সুরক্ষা। এর মাঝেই বিরাট ঘোষণা করল সরকার।

এবার থেকে প্রত্যেক মাসে রাজ্যের সকল সরকারি, বেসরকারি মহিলা কর্মী মেনস্ট্রুয়েশন লিভ পাবেন। দীর্ঘদিন ধরে পিরিয়ডসের কয়েকটা দিন ছুটির দাবি জানাচ্ছিলেন মহিলা কর্মীরা। সরকারি হোক বা বেসরকারি, প্রত্যেক ক্ষেত্রেই মহিলা কর্মীরা ঋতুকালীন ছুটি পাবেন, ঘোষণা করেছে ওড়িশা সরকার।

পড়শি রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা কটক জেলা স্তরের একথা ঘোষণা করেন। এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে এদেশের কেবলমাত্র দু’টি রাজ্যেই মেনস্ট্রুয়াল লিভ পান মহিলারা। বিহারে ঋতুমতী মহিলা কর্মীরা ২ দিন ছুটি পান এবং কেরালায় মহিলা শিক্ষার্থীরা ৩ দিনের ছুটি পেয়ে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *