পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর কতৃপক্ষের তরফে। এবার প্রশাসনের তরফ থেকে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার আগে ট্রাফিক আইন ভাঙার আগে একাধিকবার ভাববেন সকলে। কারণ এবার পুলিশের পাশাপাশি কড়া নজরদারি চালাবে ড্রোন।
হাইওয়েতে যান চলাচলের ওপর নজরদারি চালাতে এবার ড্রোনের ব্যবহার শুরু করা হল। এবার ড্রোনের ব্যবহার শুরু হল ফরিদাবাদে। জানা যাচ্ছে, মূলত লেন পরিবর্তন করা চালকদের ওপর নজর রাখতে এর ব্যবহার করা হচ্ছে। ড্রোনের দ্বারা নজরদারি চালিয়ে লেন পরিবর্তনের জন্য ৮৬০টি চালান কাটা হয়।
ড্রোনটি জাতীয় সড়কের মাঝখানে থাকবে। উঁচু থেকেই হাইওয়ের যানবাহনগুলির ওপর নজর রাখবে সেটি। তারা ঠিক লেনে চলছে কিনা, কেউ লেন পরিবর্তন করল কিনা সেটাই দেখা হবে এই ড্রোনের মাধ্যমে। এই ব্যবস্থার মাধ্যমে এখনও অবধি ভালোই সাফল্য এসেছে।