বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশ মতো জমা পড়ল জ্যোতিপ্রিয়র মেডিক্যাল রিপোর্ট।
রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর স্বাস্থ্য রিপোর্ট জমা পড়ল কলকাতা হাই কোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। প্রেসিডেন্সি জেলের মেডিক্যাল সুপার প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্য রিপোর্ট জমা করেন। আদালত জানায়, ওই স্বাস্থ্য রিপোর্ট খতিয়ে দেখে নিজেদের বক্তব্য জানাতে পারবে ইডি।
গত বছর অক্টোবর মাসে পুজোর পর পরই রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। তারপর থেকে জেলেই দিন কাটছে আগামী ১৩ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি।