পনেরো হাজার টাকা পাবে বাংলার ক্লাবগুলি

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে বাংলায় ভালো পারফরম্যান্স করেছে তৃণমূল। এরপর থেকেই একের পর এক সুখবর পাচ্ছে বাংলার মানুষ। এবার ‘খেলা হবে দিবস’ উপলক্ষে ক্লাবগুলিকে অনুদান দেবে নবান্ন।

রাজ্যের ক্রীড়া দফতর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যে সকল ক্লাব ‘খেলা হবে দিবস’ পালন করবে তাদের ১৫ হাজার টাকা করে দেবে সরকার। প্রসঙ্গত, ১৬ অগস্ট ‘খেলা হবে দিবস’ পালন করা হয়ে থাকে তৃণমূলের পক্ষ থেকে। ‘খেলা হবে দিবস’ এ রাজ্য জুড়ে বিভিন্ন ক্লাব নানা রকম খেলার আয়োজন করে থাকে।

গত বিধানসভা ভোটে জয়লাভ করার পর থেকেই এই দিনটি পালন করতে শুরু করে রাজ্য সরকার। জানা গিয়েছে, রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬টি কর্পোরেশনে এই কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই ‘খেলা হবে দিবস’ পালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *