আলিয়া ভাটের মেয়ে রাহা কাপুর জন্ম থেকেই খ্যাতি পেয়েছেন। যে একবার যখন তিনি হাসলেন বা মাথা ঘুরিয়ে দিলেন, ফটো শিকারীরা তাকে ক্যামেরায় ধরে ফেলে। মুহূর্তেই রাহার সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। আলিয়া-কন্যাকে বাড়ির সবাই ভালোবাসে। দাদু মহেশ ভাটও তাঁর চোখের মণি। রাহা একটু বড় হলেই, পরিচালক ঠিক করে ফেলেছেন তাকে প্রথম কোন ছবি দেখানো হবে।
রাহা যখন ১৬ বছর বয়সী মেয়ে হবে, তখন তাকে কোন ছবি দেখাবেন? গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মহেশ। বলেন, “আমি চাই রাহা আমার ছবির মধ্যে প্রথমে ‘দিল হ্যায় কে মানতা নেহি’ দেখুক। যখন তার বয়স ১৬ বা তার বেশি হবে, আমি তাকে এই ছবিটি দেখাব”।
১৯৯১ সালের এই ছবিতে মহেশ ভাটের বড় মেয়ে পূজা ভাট এবং আমির খান অভিনয় করেছিলেন। এটি বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি। পরিচালকের কথায়, “এই ছবিটি আমার হৃদয়ের খুব কাছের। এই ছবিতে পূজা ও আমির দুজনেই অসাধারণ অভিনয় করেছেন। মানুষের মনের প্রতিফলন হয়েছিল এই ছবিতে। তাই আমার মনে হয় এই ছবিটিই আমি রাহাকে দেখাব”। সাক্ষাৎকারে মহেশকে আরেকটি ছবি ‘হম হ্যায় রাহি পেয়ার কে’-এর কথাও মনে করিয়ে দেওয়া হয়েছিল। তারপর পরিচালক বলেছিলেন যে তিনিও এই ছবিটি রাহাকে দেখাতে চান, কারণ এখানেও একটি সুন্দর প্রেমের গল্প বলা হয়েছে।