দীর্ঘ যুদ্ধের পর অবশেষে গায়ক জুয়েল তার শেষ নিশ্বাস ত্যাগ করলেন

জনপ্রিয় সংগীতশিল্পী ও টেলিভিশন নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল ১৩ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি সংগীতশিল্পী জুয়েলকে। কাল মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিটে এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী, উপস্থাপক হাসান আবিদুর রেজা জুয়েল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। জুয়েলের মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন তার স্ত্রী উপস্থাপিকা সঙ্গীতা আহমেদকে।

জুয়েলের বয়স তখন ৫৬ বছর। তিনি ২৯ সেপ্টেম্বর ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি তার স্ত্রী এবং একটি কন্যাসন্তান রেখে গেছেন। জুয়েলের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১১ সালে তার লিভার–এ ক্যান্সার ধরা পড়ে। এবং তারপর ক্যান্সার ফুসফুস এবং হাড়ে ছড়িয়ে পড়ে। এরপর থেকে তিনি দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জুয়েল গত অক্টোবর থেকে প্যালিয়েটিভ কেয়ারে ছিলেন। সম্প্রতি তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আগামী মঙ্গলবার অর্থাৎ কাল শেষ ছুটি নিলেন এই শিল্পী।

ব্যান্ড সঙ্গীত যখন সরগরম আলোচনায়, তখন ব্যতিক্রমী কণ্ঠে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। ছোটবেলায় বাবার ব্যাংকার চাকরির সুবাদে তাকে দেশের বিভিন্ন প্রান্তে থাকতে হয়েছে। বাবা-মায়ের অনুপ্রেরণায় গানের জগতে প্রবেশ করেন জুয়েল। ক্লাস ওয়ানে পড়ার সময় এক প্রতিবেশীর কাছ থেকে গান শেখেন এবং চতুর্থ শ্রেণিতে মঞ্চে প্রথম গান পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *