বলি থেকে টলি, সর্বত্রই এখন বিচ্ছেদের গুঞ্জন। এসবের মাঝেই সন্দেহজনক কথা শোনা গেল সদ্য বিবাহিতা পরিণীতি চোপড়ার মুখে। পরিণীতিকে শেষ দেখা গিয়েছিল ‘চমকিলা’ ছবিতে। কিন্তু পরিণীতি চোপড়া কাজের চেয়ে পরিবার এবং সংসার নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। গত বছর আপ সংসাদ এর রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন পরিণীতি। কিন্তু হঠাৎ করেই কেন বিষাক্ত মানুষকে ছুড়ে মারার কথা বলছেন পরিণীতি?
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন পরিণীতি চোপড়া। ভিডিওতে ‘পরী’ হাতে থুতনি দিয়ে বিরক্ত হয়ে বসে থাকতে দেখা যায়। ভিডিওটি পোস্ট করে পরিণীতি একটি দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘এই মাসে, আমি কিছুটা ছুটি নিয়েছি, যা আমার জীবন সম্পর্কে আমার চিন্তাভাবনা বদলে দিয়েছে। এটা আমাকে বুঝতে পেরেছে… জীবনে গুরুত্বহীন জিনিস (বা মানুষ) কে গুরুত্ব দিবেন না। এক সেকেন্ডও নষ্ট করবেন না। জীবন একটি টিকটিক ঘড়ি। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আপনার পছন্দ মতো বাঁচুন… অন্যের জন্য বেঁচে থাকা বন্ধ করুন! আপনার মনের মত মানুষ খুঁজে. এবং আপনার জীবন থেকে বিষাক্ত মানুষকে কেটে ফেলতে ভয় পাবেন না। সারা পৃথিবী কি ভাবছে, মানুষ কি ভাবছে এটা ভাবা বন্ধ করুন। পরিস্থিতি অনুযায়ী আপনার প্রতিক্রিয়া পরিবর্তন করুন। জীবন সংক্ষিপ্ত আজকের মত বাঁচতে শিখুন।’
এদিকে পরিণীতির পোস্টে কমেন্টের বন্যা বইছে। অনেকেরই কৌতূহলী প্রশ্ন স্বামী রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতির সম্পর্কের কোনো সমস্যা আছে কি না? একজন জিজ্ঞেস করলেন, ‘এই পোস্টটি কি বিশেষ কারো জন্য?’ আরেকজন লিখেছেন, ‘খুব ভালো বলেছেন। আমরা সবাই একই পরিস্থিতির মুখোমুখি। বিষাক্ত মানুষের জন্য আমাদের এক মুহূর্তও নষ্ট করা উচিত নয়। জীবনে সুখী হওয়ার চেষ্টা করা উচিত এবং সাহসী হতে হবে।’ আরেকজন উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘আশা করি ভালো আছেন। আমরা সবসময় আপনার পাশে আছি’। তবে ঠিক কী কারণে, ক্ষোভ থেকে পরিণীতি এমন পোস্ট করেছেন তা স্পষ্ট নয়। অভিনেত্রীর এই পোস্টটি রাঘব চাড্ডা সম্পর্কে কিনা তা স্পষ্ট নয়। যদিও কিছুদিন আগে পরিণীতি রাঘব চাড্ডার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোমার মতো কেউ নেই’। তবে জীবনে চলার পথে কী ঘটে তা বোঝা সত্যিই জরুরি!