মহেন্দ্র সিং ধোনির ‘হেলিকপ্টার শট’ আন্তর্জাতিক ক্রিকেটের সময় বিখ্যাত ছিল। ২০১১সালে বিশ্বকাপ ফাইনালে ধোনির ম্যাচজয়ী ছক্কার কথা এখনও অনেকেই ভুলতে পারেননি। এই শট ফেরও আমেরিকাতে দেখা গেছে। মেজর লিগের ক্রিকেট ম্যাচে ধোনির ‘হেলিকপ্টার শট’ মারেন রশিদ খান। বুধবার রাতে এমআই নিউইয়র্ক এবং টেক্সাস সুপার কিংস এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে টেক্সাসের ডোয়েন ব্রাভোর বলে ‘হেলিকপ্টার শটে’ ছক্কা মেরেছিলেন রশিদ। তবে আফগানিস্তানের ব্যাটসম্যানের শটের ধরন ধোনির থেকে কিছুটা আলাদা।
‘হেলিকপ্টার শটের’ ক্ষেত্রে, অফ-স্টাম্পের সামনে লং-অন ইয়র্কার দিয়ে ছক্কা মেরেছেন ধোনি। সে সময় ব্যাটটি হেলিকপ্টারের চাকার মতো ঘোরানো হতো, তাই সেই শটের নাম হয় ‘হেলিকপ্টার শট’। কিন্তু ব্রাভোর বল ছিল অফ স্টাম্পের বাইরে হাফ ভলি। সে ক্ষেত্রেও হেলিকপ্টারের ফ্যানের আকৃতিতে ব্যাট ঘুরিয়ে ছক্কা মেরেছেন রশিদ।
এলিমিনেটরে মুম্বাইয়ের হয়ে সবচেয়ে বেশি রান করেন রশিদ। ৩০ বলে ৫৫ রান করেন তিনি। এছাড়া মোনাঙ্ক প্যাটেলের ৪৮ রানের সৌজন্যে মুম্বাই ১৬৩/৮ করে। কিন্তু টেক্সাসের ব্যাটিংয়ে উঠে দাঁড়াতে পারেনি নিউইয়র্ক। ডেভন কনওয়ে (অপরাজিত৫১) এবং ফাফ ডুপ্লেসি (৭২) প্রথম উইকেটে ১০১ রানের জুটি গড়েন। বাকিটা করেছেন অ্যারন হার্ডি (অপরাজিত ৪০)।