একাধিক সুখবর বাজেট পেশে

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেলো বাজেট। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসেছেন নরেন্দ্র মোদী। তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারের বাজেটে পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষা ও কর্মসংস্থানের জন্য এবা ১.৪৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর প্যাকেজের অংশ হিসেবে এটিকে যুক্ত করা হয়েছে। এরপরেই নির্মলা বলেন, ‘দেশীয় শিক্ষাপ্রতিস্থাগুলিতে পড়াশোনার জন্য সরকার ১০ লক্ষ টাকা অবধি ছাত্রছাত্রীদের ঋণ দেবে। এই ঋণের জন্য প্রত্যেক বছর ১ লক্ষ ছাত্রছাত্রী ই-ভাউচার পাবে’।

একইসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আগামী ৫ বছর এদেশের ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। ৫০০টি বড় সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এক বছর ধরে হাতে-কলমে কাজ শেখার পাশাপাশি মাসে মাসে স্টাইপেন্ডও প্রদান করা হবে তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *