টলিপাড়ায় বিচ্ছেদের সুর। যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তের বিবাহবিচ্ছেদের জল্পনা তার অনেক ভক্তদের হৃদয় ভেঙে দিয়েছে। এসব জল্পনা-কল্পনার মধ্যেই অর্জুন চক্রবর্তীর বিয়েতেও দূরত্ব বেড়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। তবে জল্পনা ছড়িয়ে পড়ার পরদিনই স্ত্রী শ্রীজা চক্রবর্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করে জল্পনায় জল ঢেলে দেন তিনি। অভিনেতা ঋষি কৌশিকের একটি পোস্ট জল্পনার জন্ম দিয়েছে।
নিজের একটি ছবি দিয়ে ঋষি লিখেছেন, “মেরুদন্ডহীন, আত্মমর্যাদাশীল, লোভী এবং বিপথগামী মানুষের সাথে চলার চেয়ে সারাজীবন একা হাঁটা অনেক বেশি সুখ, শান্তি এবং সম্মানের।” উদ্বিগ্ন ভক্তদের কেউ কেউ পোস্টটিতে মন্তব্য করে লিখেছেন, “সবকিছু ঠিক আছে তো?” যদিও ঋষি তার উত্তর দেননি। এই পোস্ট দেখে অভিনেতার সঙ্গে যোগাযোগ করে আনন্দবাজার অনলাইন। ঋষি সাফ বলেছেন যে তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না। তাই তিনি কেন সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করলেন তা নিয়ে কথা বলতে রাজি নন।
যদিও দুদিন পর আরেকটা পোস্ট সেজে। দুটি ছবি ছিল, একটি তাঁর স্ত্রী দেবযানীর সঙ্গে, অন্যটি তাঁর একা। “বিষাক্ত মানুষ ছাড়া সবকিছুই সুন্দর,” তিনি ক্যাপশন দিয়েছেন।