আসন্ন পুজোর আগেই সুখবর

বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যে প্রচুর পরিমাণ নিয়োগের বিজ্ঞপ্তি সামনে এল।

৬০০০ এরও বেশি শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি কর্মী নিয়োগ সংক্রান্ত এমন ঘোষণাই করা হয়েছে। পুজোর আগেই বাংলার বেকার ছেলেমেয়েদের জন্য বিরাট সুখবর। মোট ৬,৬৫২টি শূন্যপদে নিয়োগ করা হবে। শীঘ্রই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে।

রাজ্যের পঞ্চায়েত দফতরে গ্রুপ-ডি, পিওন, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রাম পঞ্চায়েত কর্মী, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, সহায়ক, সেক্রেটারি, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক-কাম- টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফর্মেটিক্স অফিসার বিভিন্ন পদে বিপুল পরিমাণে নিয়োগ হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *