বাড়তে আশঙ্কা, এবার বাড়তে পারে বাস ভাড়া

অবশেষে সত্যি হতে চলেছে জল্পনা, বাস ভাড়া নিয়েই সামনে এসেছে একটি বড় খবর। বাস মালিক সংগঠনের তরফ থেকে বাস ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে ১৫ বছরের পুরনো বাস রাস্তায় না নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উচ্চ আদালতের এই নিয়মের ফলে চিন্তায় পড়েছেন বহু বাস মালিক। এদিকে ১৫ বছরের পুরনো বাস বাতিল হলে রাস্তায় নতুন বাস নামাতে হবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বাড়বে বাস ভাড়া। খবর সামনে আসতেই চিন্তায় পড়েছেন বহু নিত্যযাত্রী। সম্প্রতি লিটার পিছু জ্বালানির দাম প্রায় ৩০ টাকা বেড়েছে। সঙ্গে বৃদ্ধি পেয়েছে পুলিশ জরিমানা। ১০০ টাকা থেকে বেড়ে তা ৫০০ টাকা হয়েছে।

বিশেষ ক্ষেত্রে জরিমানার অঙ্ক ৮০০ টাকার বদলে ৫,০০০ টাকা হয়েছে। এমনকি বাসের দূষণ সম্বন্ধিত কাগজ বের করার খরচও হয়ে গিয়েছে ৫০০০ থেকে ১০,০০০ টাকা। সেই কারণে বাস ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে চিঠি দিয়েছে বাস মালিক সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *