মান্যতা পেলো রাজ্যের তরফে করা অভিযোগ

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে কেন্দ্র, রাজ্যের তরফ থেকে একাধিকবার এই অভিযোগ তোলা হয়েছে।

এই অভিযোগ এনে সুপ্রিম কোর্টে মামলাও করেছিল রাজ্য সরকার। কেন্দ্রের তরফ থেকে পাল্টা মামলা খারিজ করার দাবি জানানো হয়। যদিও সেকথা শুনল না শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য সরকার সিবিআইয়ের অপব্যবহারের যে অভিযোগ এনেছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। এমনকি CBI এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের তরফ থেকে অনুমতি দরকার, পশ্চিমবঙ্গ সরকারের এই দাবিরও গ্রহণযোগ্যতা আছে বলে মেনে নেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *