প্রকাশ্যে এসেছে অয়ন শীলের কীর্তি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় পুর নিয়োগ দুর্নীতির মূল হোতা অয়ন শীলের কীর্তি ফাঁস করল সিবিআই।

আদালতে সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতির চার্জশিট জমা দিয়েছে CBI। অয়নের কোম্পানিএবিএস এনফোজেন কর্মরত বেশ কয়েকজন ব্যক্তির নামে সল্টলেক সেক্টর ৩ অঞ্চলীর একটি বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়। এই বিষয়ে তপন গড়াই নামে অয়নের সংস্থার একজন কর্মী জানিয়েছেন। তপন জানিয়েছেন, সল্টলেক সেক্টর ৩ অঞ্চলে একটি বেসরকার ব্যাঙ্কে তাঁর নামে অ্যাকাউন্ট খোলা হয়।

অ্যাকাউন্ট তাঁর নামে হলেও তার সকল নথি, এটিএম কার্ড, পাসবই, চেকবই সবকিছু থাকতো অয়নের কাছে। প্রয়োজন অনুযায়ী ওই কর্মীকে দিয়ে চেকে সই করিয়ে নেওয়া হতো। পুর নিয়োগের বিষয়টিও অয়নই নিয়ন্ত্রণ করতে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *